সাগর দেব, তেলিয়ামুড়া, ১১ অক্টোবর || তেলিয়ামুড়া শহরে আসন্ন কালীপূজা উপলক্ষে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। অন্যান্য বছরের মতো এবারও ‘তেলিয়ামুড়া রিফরমার্স সোসাইটি’ (T.R.S)-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী এই কালীপূজা। এবছরের পূজার থিম “অপারেশন সিন্দুর”, যার জন্য প্রায় আট লক্ষাধিক টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার পূজার সূচনা পর্ব হিসেবে অনুষ্ঠিত হয় খুঁটি পূজা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সোসাইটির সদস্যরা, স্থানীয় বাসিন্দারা ও বহু ভক্তবৃন্দ। খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো পূজার প্রস্তুতি পর্ব।
সোসাইটির সদস্যদের মতে, এবারের থিমের মাধ্যমে সমাজে একটি গৌরবময় ও সচেতনতা সৃষ্টিকারী বার্তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি পূজার দিনগুলোতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, তেলিয়ামুড়া শহরে T.R.S-এর কালীপূজা বরাবরই দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা করছেন ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।
