গোপাল সিং, খোয়াই, ১১ অক্টোবর || মানবিক উদ্যোগে নজির গড়লেন কল্যানপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। গুরুতর অসুস্থ তরুণী রিতিকা পালের চিকিৎসার জন্য তিনি আজ তাঁর ব্যক্তিগত সান্মানিক ভাতা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন রিতিকার পিতা স্বপন পালের হাতে।
খোয়াই পৌর পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ২২ বছরের রিতিকা পাল বহুদিন ধরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া (Bone Marrow Anemia)-য় ভুগছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে কলকাতার নারায়ণী হাসপাতালে। চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় পরিবারের পক্ষে সেই খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।
রিতিকার অসুস্থতার খবর পেয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী আজ সন্ধ্যায় ব্যক্তিগতভাবে রিতিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি ব্যক্তিগত বেতন-ভাতা থেকে আর্থিক সাহায্য প্রদান করেন এবং আশ্বাস দেন, রিতিকার চিকিৎসা ও সুস্থতার জন্য আগামী দিনেও পাশে থাকবেন।
তিনি আরও বলেন, “রিতিকা আমাদের খোয়াইয়েরই মেয়ে। তার দ্রুত আরোগ্য কামনা করছি। সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে এলে তার চিকিৎসা সম্ভব হবে। আমি সকলের কাছে আবেদন করছি— রিতিকার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন।”
রিতিকার মা-বাবাও এদিন সবার কাছে তাঁদের কন্যার চিকিৎসার জন্য মানবিক সহায়তার আহ্বান জানান। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস, অনুকুল দাস, পুর কাউন্সিলর শঙ্কু পাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। স্থানীয় মহলে রিতিকার দ্রুত সুস্থতা কামনা করে চলছে প্রার্থনা, আর বিধায়ক পিনাকী দাস চৌধুরীর এই উদ্যোগে মানবিকতার বার্তা ছড়িয়েছে সমগ্র খোয়াই জুড়ে।
