আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর || ত্রিপুরার অন্যতম যুব সংগঠন যুবা বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার শুক্রবার নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন গান্ধী স্মৃতি ও দর্শন সমিতির উপাধ্যক্ষ বিজয় গোয়েলের সঙ্গে। বৈঠকে মূলত আগামী ২০ থেকে ২৬ নভেম্বর আগরতলায় অনুষ্ঠিত হতে চলা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল – হেরিটেজ ফেস্ট ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দেবাশিস মজুমদার জানান, এ বছর চতুর্থবারের মতো এই উৎসবের আয়োজন করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য যুবসমাজের মধ্যে একতা, শান্তি, সাংস্কৃতিক বিনিময় ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করা। তিনি বলেন, “এই উৎসবের মাধ্যমে আমরা চাই যুবসমাজ মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হোক এবং বিশ্বজনীন ঐক্যের বার্তা ছড়িয়ে দিক।”
শ্রী বিজয় গোয়েল এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “যুবাদের এমন সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগ সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে।” তিনি জানান, উৎসবের ধারাবাহিকতা দেখে তিনি অত্যন্ত আনন্দিত এবং সময়সূচি অনুকূলে থাকলে ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেন।
বৈঠকে যুবা বিকাশ কেন্দ্রের চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কেও আলোচনা হয়। উল্লেখযোগ্যভাবে, ২০১৪ সালে আগরতলায় প্রতিষ্ঠিত এই সংগঠনটি বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ২,০০০ স্বেচ্ছাসেবীর সহযোগিতায় যুব ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, গ্রামীণ অন্তর্ভুক্তি, শিক্ষা ও সাংস্কৃতিক সচেতনতার ক্ষেত্রে কাজ করে চলেছে।
গান্ধী স্মৃতি ও দর্শন সমিতির উপাধ্যক্ষ হিসেবে গোয়েল বহুদিন ধরে জনসেবার সঙ্গে যুক্ত এবং গান্ধীয় আদর্শ ও মূল্যবোধ প্রচারে নিবেদিত। তিনি বৈঠকে বলেন, ভবিষ্যতে গান্ধী স্মৃতি সমিতি ও যুবা বিকাশ কেন্দ্র একত্রে শান্তি, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রের উন্নয়নে যৌথ উদ্যোগ নিতে পারে।
বৈঠকটি ইতিবাচক পরিবেশে সমাপ্ত হয়। উভয় পক্ষই হেরিটেজ ফেস্ট ২০২৫-এর সফল আয়োজন এবং জাতীয় ঐতিহ্য সংরক্ষণ ও যুব সংহতি বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
