আগরতলা শহরে উন্মুক্ত ড্রেন ঢাকার কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর || স্মার্ট সিটি প্রকল্পের অধীনে শহরজুড়ে চলছে উন্মুক্ত ড্রেন ঢাকার কাজ। শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নিজে উপস্থিত থেকে বিভিন্ন স্থানের কাজের গুণগত মান ও অগ্রগতি খতিয়ে দেখেন।
শনিবার তিনি লক্ষীনারায়ণ বাড়ি সংলগ্ন এলাকা এবং ওমেন্স কলেজ রোডে কভার ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করেন। উল্লেখ্য, বৃষ্টির সময় লক্ষীনারায়ণ বাড়ি এলাকা প্রায়ই প্লাবিত হয়ে পড়ে। সে বিষয়টি বিবেচনায় রেখে মেয়র পুরনো কালভার্ট ভেঙে নতুন কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন এবং দ্রুত নির্মাণের নির্দেশ দেন।
মেয়রের সঙ্গে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আগরতলা স্মার্ট সিটি লিমিটেড-এর সিইও ডঃ শৈলেশ কুমার যাদব, রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি অভিষেক সিং, পানীয়জল ও স্যানিটেশন দপ্তরের প্রকৌশলীরা সহ অন্যান্য সরকারি আধিকারিকগণ।
মেয়র দীপক মজুমদার জানান, “আগরতলা শহরকে জলাবদ্ধতামুক্ত ও সুন্দর নগর হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এজন্যই প্রতিটি এলাকায় ড্রেন সংস্কার ও ঢাকা দেওয়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।”
স্মার্ট সিটি প্রকল্পের আওতায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টেকসই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনাই পুর নিগমের অন্যতম উদ্দেশ্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*