আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর || কয়েকদিন আগে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় এক পরিবারকে গাড়ি থেকে নামিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত বাপ্পা দেবনাথকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ঘটনার পর থেকেই বাপ্পা দেবনাথ আত্মগোপনে ছিলেন। শনিবার পশ্চিম আগরতলা থানার পুলিশ তাকে আগরতলার একটি বেসরকারি হোটেল থেকে আটক করে বিশ্রামগঞ্জ থানার হাতে তুলে দেয়।
উল্লেখ্য, এই ঘটনায় আরও কয়েকজন অভিযুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। মামলার তদন্তকারী অফিসার মিঠুন সাহা জানান, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করা হয়েছে এবং খুব শীঘ্রই সকলকে আইনের আওতায় আনা হবে।
