আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর || গত দু’দিন আগে বিজয় সংঘ পুকুরপাড় এলাকার পার্থ লস্করের বাড়ি ও রাম ঠাকুর বালিকা বিদ্যালয় থেকে চুরি যাওয়া সামগ্রী ও নগদ টাকা উদ্ধারে বড় সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে আগরতলা পূর্ব থানার পুলিশ দুই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, চুরি সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নামে। অভিযুক্তদের তল্লাশি চালিয়ে চুরি হওয়া সামগ্রী ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এই সাফল্যের পেছনে পুলিশের তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে থানার সূত্রে জানা গেছে।
