আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর || গত ১৫ই আগস্ট পশ্চিম থানায় এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি, কমলিকা দাস, প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগে তিনি জানান, রাজনগরের জলিল মিয়া নামে এক ব্যক্তি নিজেকে ‘সুজিত দাস’ বলে পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে কমলিকা দাস জানতে পারেন যে জলিল মিয়া নিজের পরিচয় গোপন করে প্রতারণা করেছে।
তিনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে, জলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা তাকে তিন দিন ধরে বাড়িতে আটকে রাখে বলে অভিযোগ। পরবর্তীতে কোনোভাবে মুক্ত হয়ে পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন কমলিকা দাস।
ঘটনার ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে প্রথমে জলিল মিয়ার বাবাকে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত জলিল মিয়াকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এদিন পশ্চিম থানায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সদর মহকুমার ডেপুটি পুলিশ অফিসার (এসডিপিও) দেবপ্রসাদ রায়।
