আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। ত্রিপুরাকে বিকশিত ভারতের স্বপ্নে সামিল করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী এদিন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।
সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী ব্রু-রিয়াং জনগোষ্ঠীকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের (NFSA) আওতায় অন্তর্ভুক্ত করা, জনবন্টন ব্যবস্থায় (PDS) গমের বরাদ্দ বৃদ্ধি, এবং আগরতলা-গৌহাটি বন্দে ভারত ট্রেন চালুর বিষয়ে বিশেষভাবে আলোকপাত করেন।
এছাড়াও ত্রিপুরায় রেলপথের ডাবল লেনিং, আগর বোর্ড স্থাপন, এবং উনকোটি ঐতিহ্যবাহী পর্যটন স্থানের উন্নয়ন নিয়েও বিস্তারিত প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।
সাক্ষাতের পর নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার উন্নয়নে সবসময়ই ইতিবাচক এবং সহায়ক মনোভাব পোষণ করছেন।
