আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর || আগামী ২০শে অক্টোবর থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে শুরু হতে চলেছে তিনদিনব্যাপী কালীপূজা ও মেলা। এই উপলক্ষে গোমতী জেলা প্রশাসনের তরফে গৃহীত হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মন্দির প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশবাহিনী। এছাড়াও, দর্শনার্থীদের সুবিধার্থে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন শেষে গোমতী জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে জানান, “ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা ও মেলা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্তের সমাগমের আশঙ্কা থাকায়, মন্দির চত্বরে নজরদারির জন্য বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা ও বিশেষ মোবাইল টহল দল।
