আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান” ও স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বানকে সামনে রেখে আলোর উৎসব দীপাবলিতে স্থানীয় মৃৎ শিল্পীদের পাশে দাঁড়াল বাধারঘাট যুব মোর্চা।
বাধারঘাট যুব মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার আমতলী বাইপাস সংলগ্ন ব্যবসায়ীদের হাতে স্থানীয় বেলাবর এলাকার মৃৎ শিল্পীদের তৈরি মাটির প্রদীপ তুলে দেন মন্ডল সভাপতি মনীশ দেব ও যুব মোর্চার মন্ডল সভাপতি দেবব্রত বিশ্বাস। উপস্থিত ছিলেন অন্যান্য যুব মোর্চা নেতৃবৃন্দ ও কর্মীরা।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিল্পীদের আর্থিকভাবে সহায়তা ও স্বদেশী পণ্যের ব্যবহারকে উৎসাহিত করার বার্তা দেন যুব মোর্চার সদস্যরা।
