জাতীয় সড়ক বেহাল দশায় – ক্লেদাক্ত পথে চূড়ান্ত দূর্ভোগ

rdহোয়াটস অ্যাপ প্রতিনিধি, চূড়াইবাড়ী, ২৩ সেপ্টেম্বর ।। চলতি বর্ষণে এই নিয়ে বেশ কয়েকবার আসামের জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে। আসাম আগরতলার এই জাতীয় সড়কটি রাজ্য সরকারের চরম অবহেলার শিকার হয়ে লরি চালকদের কাছে বিপদজনক হয়ে আছে। চূড়াইবাড়ী লোয়ারপোয়ায় সমস্ত রাস্তা জল কাদায় একাকার হয়ে লরি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফলে যান চলাললে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*