শান্তির আহ্বানে গূর্খাবস্তিতে NYP-র জাতীয় সংহতি শিবির উদ্বোধন

nyp nyp.jpg1দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২০ নভেম্বর ।। গোটা পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে পরিক্রমা করছেন NYP-র সর্বভারতীয় সভাপতি Dr. S. N. Subba Rao. শান্তির আহ্বানে শুক্রবার গূর্খাবস্তি শহীদ ভগৎ সিং যুব হোস্টেলের সংলগ্ন স্থানে NYP-র ৬ দিন ব্যাপী জাতীয় সংহতি শিবিরের উদ্বোধন হয়েছে। মাননীয় রাজ্যপাল তথাগত রায় NYP-র জাতীয় সংহতি শিবিরের উদ্বোধন করে বলেছেন দেশের ঐক্য সংহতির জন্য এই শিবির হচ্ছে সংহত ভারতের প্রতিচ্ছবি – শিবিরে অংশ নেয়া যুবক যুবতীদের বলেছেন ঘরে ঘরে শান্তির দূত হিসেবে ক্সজ করেত। অনুষ্ঠানের মূখ্য ব্যাক্তিত্ব NYP-র সর্বভারতীয় সভাপতি Dr. S. N. Subba Rao ১৮টি ভাষাকে সুরের ছন্দে তুলে ধরেছেন, সংক্ষিপ্ত ভাষনে দেশের অখন্ডতা রক্ষায় NYP-র ভূমিকা তুলে ধরে বলেছেন জাত, পাত নয় মানুষে মানুষে বিশ্বাসেই আসবে বিশ্বের শান্তি। স্বাগত ভাষনে NYP-র রাজ্য শাঁখার চ্যায়ারমেন দীপক সিনহা Dr. S. N. Subba Rao এর পেছনের ইতিহাস তুলে ধরেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*