শুভ্র দে, চূড়াইবাড়ি, ২৯ নভেম্বর ।। উত্তর জেলার কদমতলা ব্লকে ১৯টি গ্রাম পঞ্চায়েত, কলাছড়া ব্লকে ১৭টি গ্রাম পঞ্চায়েত এবং ধর্মনগর পুর পরিদষ একত্রিত ভাবে কদমতলা কৃষি মহকুমা। এই বিশাল এলাকার অধিকাংশ মানুষই কৃষি কাজের উপর জিবীকা নির্বাহ করে থেকেন। তাদের চাষবাস আরো কিভাবে প্রযুক্তিগতভাবে উন্নত করা যায় সেই উদ্যেশ্যে উত্তর জেলার কদমতলা মহকুমায় ২৮শে নবেম্বর থেকে শুরু হয়েছে কৃষি রথ যাত্রা। কৃষকদের সার্বিক বিকাশে এবং তাদের অত্যাধুনিক চাষবাসের জন্য কৃষি অফিসার বি এল দাস, সন্দীপ চক্রবর্তী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা কৃষি জমিতে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এই কৃষি প্রশিক্ষণ রথ যাত্রা আগামী ২রা ডিসেম্বর পর্যন্ত চলবে।