রাজীব সাহা, আগরতলা, ২৯ নভেম্বর ।। Tripura Adventure Social Expedition Organization এর উদ্যোগে চার দিন ব্যাপী এক রাজ্য ভিত্তিক ট্রাকিং অভিযানের আয়োজন করেন। ২৮শে নভেম্বর থেকে শুরু করে ১লা ডিসেম্বর পর্যন্ত চলবে এই অভিযান। পূর্ব নলছর থেকে উরমাই পর্যন্ত ২৫০ কিমি রাজ্য ভিত্তিক ট্রাকিং অভিযান চলবে। ২৫০ কিমি রাজ্য ভিত্তিক ট্রাকিং অভিযান এর অঙ্গ হিসেবে রবিবার সিপাহিজলা জেলার নলছর আর ডি ব্লকের দুর্লভ নারায়ণ কমিউনিটি হলে Youth workshop cum community awareness programme অনুষ্ঠিত হয়।