আন্তর্জাতিক ডেস্ক ।। তুরস্কের ইস্তানবুলে সাবিহা গোকেন বিমানবন্দরের ভেতরের সড়কে বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে, মাথায় গুরুতর আঘাতই নিহত নারী জেহরা ইয়ামাকের (৩০) মৃত্যুর কারণ। পেশায় তিনি বিমানবন্দরের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। ঘটনার সময় পেগাসাস বিমান সংস্থার একটি বিমানে কাজ করছিলেন তিনি। এ ঘটনায় তার এক সহকর্মী আহত হয়েছেন। এক বিবৃতিতে পেগাসাস জানিয়েছে, ঘটনার সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না। বার্তা সংস্থা দোগান জানিয়েছে, বিস্ফোরণটির কারণ বোমা ছিল কিনা, তা জানা যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তুর্কী সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানবন্দরের প্রবেশপথে কড়া পাহারায় রয়েছে সশস্ত্র পুলিশ সদস্যরা। তবে বিমান চলাচল স্বাভাবিক আছে। ইস্তানবুলে ইউরোপীয় সীমান্তের নিকটবর্তী আতাতুর্ক বিমানবন্দরের পর এশিয়ার মুখে অবস্থিত সাবিহা গোকেন বিমানবন্দর শহরটির দ্বিতীয় বৃহৎ বিমানবন্দর।