আন্তর্জাতিক ডেস্ক ।। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে ভূমিধসের ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচে থেকে এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার সকালে শেনঝেনের একটি শিল্পাঞ্চলের ৩০টির বেশি ভবন ধসে পড়লে সেখানে ৯০ জনের মতো লোক আটকা পড়ে। উদ্ধারকারীরা চীনের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টায় (৬০ ঘণ্টা পর) ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হন। ওই ভূমিধসের ঘটনায় এখনো প্রায় ৭০ জন নিখোঁজ রয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, উদ্ধারকৃত ওই ব্যক্তির নাম তিয়ান জেমিং। বয়স ১৯ বছর। যুবকটি ওই শিল্পাঞ্চলে অভিবাসী শ্রমিক। তিনি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে এখানে কাজ করতে এসেছিলেন। চীনা কর্তৃপক্ষ বুধবার এক সংবাদ সম্মেলনে জানায়, ধসে পড়া ভবনের ছাদের নিচ থেকে যখন ওই যুবককে উদ্ধার করা হয়। তখন তার অবস্থা খুবই নাজুক ছিল। উদ্ধারকারীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। তিয়ানকে উদ্ধার করার সময় উদ্ধারকারীরা সেখানে একটি মৃত লোক দেখতে পান। সেটাও উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কতজন মারা গেছে তা কর্তৃপক্ষ প্রকাশ করেনি।। রোববার সন্ধ্যায় ওই অঞ্চলে ভূমিধসের ফলে একটি শিল্পাঞ্চলের ৩৩টি ভবন ধসে পড়ে।