নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী ।। শান্তি, সম্প্রীতি ও প্রগতির বার্তা ছড়িয়ে দিতে আগরতলা উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে এক মশাল র্যালী অনুষ্ঠিত হয়। দ্বাদশ দক্ষিণ এশিয়ান গেমস উপলক্ষ্যে রবিবার এক অনুষ্ঠানে এই মশাল র্যালীর উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী। একই সাথে ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশাত্মবোধের চেতনা ছড়িয়ে দিতে ক্রীড়ামন্ত্রী মিনি ম্যারাথনেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেনসাংসদ জীতেন্দ্র চৌধুরী, ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, অধিকর্তা দুলাল চন্দ্র দাস, দ্বাদশ দক্ষিণ এশিয়ান গেমসর মশাল র্যালীর প্রধান অধ্যাপক বিশ্বজিৎ বসুমাতারি, ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সভাপতি অরুণ কান্তি ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারের হাতে মশাল তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা।