দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৪ জানুয়ারী ।। দু’দিন বাদেই ভারতের প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসাবে দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিবছরের মত এবারেও মূল অনুষ্ঠান হবে আসাম রাইফেলস ময়দানে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে আসাম রাইফেলস ময়দানে মহড়া চলেছে পুরোদমে – প্যারেড, কুচকাওয়াজ, রোমহর্ষক স্টান্টে যাঁরা অংশ নেবে তাদের দেখা গেছে অনুশীলনে নিমগ্র।