দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৫ জানুয়ারী ।। সোমবার, CITU-র অনুমোদিত ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের আহ্বানে শহরের প্যারাডাইস চৌমুহনীতে পথসভার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে বন্ধ চা বাগান খোলা, চা শ্রমিকের মৃত্যুর মিছিল রোধ করা এবং সরকারী উদ্যোগে চা বাগিচায় কর্মরত শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ও কাজের নিশ্চয়তা দিতে হবে – এই ৩ দফা দাবীতে প্যারাডাইস চৌমুহনীতে উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে CITU রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।