সিরিয়ায় বিমান হামলায় দু’টি হাসপাতাল পুরোপুরি বিধ্বস্ত

bmnআন্তর্জাতিক ডেস্ক ।। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে দু’টি হাসপাতাল ধারাবাহিক বিমান হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। একটি হাসপাতাল আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) পরিচালিত।
ডক্টরস উইদাউট বর্ডার্স নামেও পরিচিত যুদ্ধবিধ্বস্ত ও দুর্যোগাক্রান্ত দেশগুলোতে কাজ করা এমএসএফ সূত্রে বিবিসি জানিয়েছে, মারাত আল-নুমান এলাকায় ওই হামলার পর থেকে সংস্থাটির আটজন কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তবে এই হামলা কারা চালিয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি। এ ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে এবং শহরটিতে রুশ যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে একটি পর্যবেক্ষক সংস্থা। অন্যদিকে, আজাজ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতাল ভবনে অবস্থানরত কয়েকজনসহ অন্তত ১০জন নিহত হয়েছেন। সিরিয়ায় সীমিত সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়া ও অন্যান্য বিশ্বশক্তি সম্মত হওয়ার দিনকয়েক পরেই এ হামলার ঘটনা ঘটল। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় গত পাঁচ বছরে আড়াই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে এক কোটিরও বেশি মানুষ। সিরীয় রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদ সমর্থিত বাহিনী এবং সরকারবিরোধী বিভিন্ন সংগঠনের মধ্যে লড়াইয়ের সুযোগে ইসলামপন্থী জঙ্গিরাও দেশটিতে অরাজক পরিস্থিতি অব্যাহত রাখায় সমান ভূমিকা রেখে চলেছে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশ আসাদ সরকারের পতন চায়। সিরিয়ায় জঙ্গিবিরোধী বিমান হামলা পরিচালনা করে চলেছে দেশগুলো নিয়ে গঠিত মার্কিন নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক জোট। আর জোটভুক্ত দেশগুলোর প্রতিদ্বন্দ্বী রাশিয়া সিরিয়ায় বিমান হামলা পরিচালনা করছে আসাদ সরকারের সমর্থনে। রাশিয়া আইএসবিরোধী বিমান হামলা পরিচালনার দাবি করলেও পশ্চিমা জোট বেসামরিক প্রাণহানির বিষয়ে বারবার অভিযুক্ত করেছে রাশিয়াকে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যেরই গৃহযুদ্ধে নাকাল আরেক দেশ ইয়েমেনে সরকারের পক্ষে বিমান হামলা পরিচালনা করে চলেছে সৌদি নেতৃত্বাধীন আরেক জোট। এর আগে বেশ কয়েকবার একাধিক দেশে এমএসএফ পরিচালিত হাসপাতালে পশ্চিমা সমর্থিত জোটের হামলার ঘটনা ঘটেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*