নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী ।। TTAADC-র ভিলেজ কমিটির নির্বাচনে ভোটদাতারা পবিত্র কর্তব্য সম্পাদন করেছেন। CPI(M)-র ভোট নিশ্চিৎ ভাবেই বাড়তে যাচ্ছে বলে দলের প্রত্যাশা। অন্যদিকে মূলত কংগ্রেস, বিজেপি, INPT ও IPFT ভোট প্রচারে কেউ বিবেকের ভোট কেউ আচ্ছে দিনের বার্তা দিয়েছেন। বাক্স বন্দি মানুষের রায়ে রাজ্যের রাজনীতিতে নতুন দিনের সূচনা করে কিনা জানা যাবে গননার দিন। গণতান্ত্রিক নির্বাচনে রাজ্যের মানুষের স্বতস্ফূর্ত অংশ গ্রহনে ভোট মানেই উৎসব হয়ে দাঁড়িয়েছে, ভিলেজ কমিটির ভোটেও সেই ধারা অব্যাহত রয়েছে। ভোট পর্ব শেষে নির্বাচন কমিশনের তরফে সাংবাদিকদের জানানো হয়, TTAADC-র ভিলেজ কমিটির নির্বাচনে ভোট পড়েছে ৮৫.০৬ শতাংশ।