আন্তর্জাতিক নারী দিবস – রাজ্যে নানা কর্মসূচী পালনের উদ্যোগ

iwd iwd.jpg1 iwd.jpg2দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৫ মার্চ ।। ৮ই মার্চ প্রতিবছরের ন্যায় বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। কোনো এক সময়ের চারদেয়ালে বন্দি নারী পরিবর্তিত বিশ্বে নিজেদের শেকলমুক্ত করেই ক্ষান্ত থাকেনি পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে অবিশ্বরনীয় কাহিনীর জন্ম দিয়েছে। ক্রমবর্ধমান নারী শক্তির উত্থানকে অস্বীকার না করেও বলা যায় এই বিশ্ব সর্বক্ষেত্রে নারীর অধিকার স্বীকৃত হয়নি। সর্বক্ষেত্রে নারীদের অগ্রগতির জয়যাত্রাকে কৌশলে একশ্রেণীর উচ্চাভিলাশী ক্ষমতালোভী গোষ্ঠী দাবিয়ে রাখার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। পরিবার থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে নারীর অবদানকে গোটা বিশ্ব মেনে নিলেও জীবনের বহু ক্ষেত্রে নারীসমাজ ক্ষমতা বঞ্চিত, নিপীড়িত, শোষনের স্বীকার হচ্ছে। রাষ্ট্র পরিচালকদের কাছে ৮ই মার্চ গোটা পৃথিবীর নারীসমাজ আন্তর্জাতিক নারী দিবসে সর্বক্ষেত্রে সমানাধিকারের দাবীতে সোচ্চার দাবী জানাবে।
ত্রিপুরাতেও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। শনিবার, আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রঙ্গন থেকে বর্ণালী র‍্যালী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। নারী পুরুষের সমানাধিকার, নারীর ক্ষমতায়ন, নারীসমাজের অগ্রগতির মতো বিষয়কে প্রাধান্য দিয়ে সমাজের সর্বস্তরের সব পেশার নারীদের বর্ণাঢ্য র‍্যালীতে শ্লোগান ওঠে স্বাধিকার আত্মানিয়ন্ত্রনের দাবী মেনে নেয়ার। আধুনিক পৃথিবীর অভিশাপ বাল্য বিবাহের বিরুদ্ধে জনমত গঠনে র‍্যালীতে অংশ নেয় সুদৃশ্য ট্যাবলো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*