দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ জুলাই ।। উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘে রবিবার (১০ই জুলাই) “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি T.T.A.A.D.C এর চেয়ারম্যান ডঃ রঞ্জিৎ দেববর্মা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে রাজ্যের দুই কৃতি শিক্ষাব্রতীকে সংবর্ধনা দেয়া হয়। School of Science-র কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য্য এবং রামঠাকুর কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডঃ অরিজিত দাসকে উত্তরীয়, পুষ্পস্তবক ও মানপত্র তুলে দেন T.T.A.A.D.C এর চেয়ারম্যান ডঃ রঞ্জিৎ দেববর্মা। “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র তৃতীয় বর্ষপূর্তিতে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতায় কঁচিকাঁচাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্বাগত ভাষন রাখেন “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র কর্ণধার শান্তনু চক্রবর্তী। বক্তারা ভাষন দিতে গিয়ে “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র আগামী দিনের সাফল্য কামনার পাশাপাশি উন্নয়ন সংঘের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান। ছোটদের অঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছে সঙ্গীতা দেবনাথ, দ্বিতীয় অরিত্রীকা দেব, তৃতীয় সৃষ্টি পাল, ‘খ’ বিভাগে প্রথম সৌরারজিতা দত্ত, দ্বিতীয় দ্বিপরাজ বণিক, তৃতীয় অর্পিতা মজুমদার এবং ‘গ’ বভাগে প্রথম উজ্জয়ন পাল, দ্বিতীয় ইন্দ্রানী দাস, তৃতীয় হয়েছে বিদিপ্তা দেব। উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘে “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে এলাকাবাসীদের উপস্থিতির জন্য সংবাদ প্রতিষ্ঠানের পক্ষে ধন্যবাদ জানানো হয়েছে। সমগ্র অনুষ্ঠানটির অ্যাংকারিংয়ের দায়িত্বে ছিলেন দেবজিৎ চক্রবর্তী এবং স্বপন কুমার দেব।