নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ আগষ্ট ।। বেলোনীয়ার সার্কিট হাউসে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সভাপতিত্বে দক্ষিন ত্রিপুরা জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজ নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় কৃষি, সেচ, বনায়ন, বিদ্যুতায়ন, শিক্ষা, পানীয়জল ও স্বাস্থ্য বিধান, পূর্ত, প্রানী সম্পদ বিকাশ, গ্রামোন্নয়ন প্রভৃতি দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। শনিবার বেলোনীয়ার সার্কিট হাউসে পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী, কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং, দক্ষিন ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়, মূখ্যসচিব ওয়াই পি সিং, প্রিন্সিপাল সেক্রেটারী এম নাগারাজু, দক্ষিন ত্রিপুরা জেলা শাসক সি কে জমাতিয়া সহ এস ডি এম, বি ডি ও এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।