গোপাল সিং, খোয়াই, ১২ আগষ্ট ।। খোয়াই আশারামবাড়ী এলাকা যা কিনা কৃষি মন্ত্রী অঘোর দেববর্মার বিধানসভা এলাকা। আর সেখানেই চলছে প্রশাসনিক অরাজকতা। বিশেষ করে তুলাশিখর ব্লকে বিভিন্ন প্রকল্পে অরাজকতা তুঙ্গে। প্রায় ৮০ শতাংশ জনগনই গরীব-শ্রমিক-মেহনতি মানুষ এবং কৃষি ও জুম চাষের উপর নির্ভরশীল। বর্তমানে যুক্ত হয়েছে রাবার চাষ। তুলাশিখর ব্লকের একের পর এক স্ব-নির্ভর প্রকল্পগুলোতে লাখ-লাখ কোটি-কোটি খরচ হলেও বর্তমানে সবগুলো সাইন-বোর্ড সম্বল হয়ে আছে। ভ্যানিলা প্রকল্প, জুম, রেশম শিল্প, রাবার, গবাদী পশু সহ বিভিন্ন বাগান, ফিসারী এবং অন্যান্য প্রকল্পই টিমটিম করছে। তবে কাগজপত্রে সব ঠিকঠাকই চলছে। অপরপক্ষে তুলাশিখর ব্লক এলাকার জনগন কিন্তু একটি প্রকল্পের বিষয়ে অভিযোগ উত্থাপন করে এবিষয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। শিশু জন্মের পর বর্তমান শিক্ষায় প্রসার করা এবং শিশুবেলা থেকেই তার বিকাল ঘটে। তুলাশিখর ব্লকের অধীন তুলাশিখর সমাজ কল্যান দপ্তরে ২০১৪-১৫ অর্থবছরে ১০৫টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে শৌচালয় নির্মানের জন্য তুলাশিখর ব্লক ইঞ্জিনিয়ার দ্বারা কাজ শুরু হয়। জনগনের অভিযোগ আজ অবধি মাত্র ১৬টি শৌচালয় ছাড়া বাকী কাজ অর্ধসমাপ্ত রেখে কাগজপত্রে কাজ শেষ বলে চালিয়ে দেওয়া হয়। সমাজ কল্যান দপ্তর সেই মোতাবেক কাজ সম্পন্ন হয়েছে বলে নির্দেশিকা জারি করে। কিন্তু এখবর জানতে পেরে এলাকার জনগন সমাজ কল্যান দপ্তরে গিয়ে জানান যে আদতে অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলির কাজ আদৌ শেষ হয়নি। অর্ধসমাপ্ত রয়ে গেছে অধিকাংশ নির্মান কাজই। তুলাশিখর ব্লক এলাকায় শৌচালয় নির্মানে ব্যাপক ঘোটালা চলছে বলেই জনসাধারন অভিযোগ করেন। তাছাড়া এই সমস্ত অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় শহরকেন্দ্রীক মন্ত্রী আমলাদের সেদিকে চোখই যায়না। শুধুমাত্র রাস্তার পাশে যেসব চোখে পড়ে সেগুলিই কোনরকম লেপ দিয়ে তৈরী করা হয়। প্রত্যন্ত অঞ্চলে এমন স্থানেই অঙ্গনওয়াড়ী কেন্দ্র রয়েছে যেখানে পায়ে হেঁটে যাওয়াই দুস্কর। এই সুযোগ কাজে লাগিয়ে চলছে বিভিন্ন প্রকল্প নিয়ে নয়ছয়। অথচ প্রশাসন সব জেনেশুনেও নীরব ভূমিকায়। স্বচ্ছ ভারত অভিযানে প্রথমেই আসে শৌচালয়ের বিষয়টি। কিন্তু এই শৌচালয় নির্মান নিয়েই প্রত্যন্ত অঞ্চলগুলিতে লুটরাজত্ব কায়েম করা হচ্ছে। তাই জনগন মন্ত্রী অঘোর বাবুর নিকট দাবি জানাচ্ছেন যেন এই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য এবং অরাজকতা বন্ধ করতে তদন্ত করে দেখেন। তবেই হয়তো আসল রহস্য বেরিয়ে আসবে।