নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর ।। আগামী ১৯ নভেম্বর, ২০১৬ ৪-বরজলা ও ২৫-খোয়াই বিধানসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষনার পর থেকেই রাজনৈতিকদলগুলো মাঠে নেমে পড়েন। নির্বাচন কমিশন উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষনার পরেই ক্ষমতাসীন দল এবং তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেন।
বহু জল্পনা কল্পনার পর শুক্রবার ভারতীয় জনতা পার্টী তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেন। সাংবাদিক সন্মেলন করে বিজেপি’র পক্ষ থেকে জানায়, ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন শিষ্ট মোহন দাস এবং ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন তপন কুমার পাল।