তপশীলি জাতি সম্প্রদায়ের মহিলাদের আর্থিক স্বয়ম্ভরতার বিশেষ কর্মসূচী NYP ত্রিপুরার

nut-new-cover-pic-new1-jpg1 nypদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৬ অক্টোবর ।। বেসরকারী সামাজিক সংস্থা NYP ত্রিপুরার তরফে ২০ এবং ২১ অক্টোবর নন্দননগরের সরকার পাড়া এবং ২২ ও ২৩শে অক্টোবর দুর্জয়নগরের মন্ডল পাড়ায় তপশীলি জাতি সম্প্রদায়ের ৮০ জন মহিলাকে আর্থিক স্বয়ম্ভরতার ক্ষেত্রে বভিন্ন বিষয়ে সচেতন করার লক্ষ্যে কর্মসূচী সম্পর্কে  বিস্তৃত আলোচনা করা হয়। কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রালয়ের ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্কার এডুকেশন এবং ডেভলাপমেন্ট স্কীমের অন্তর্ভুক্ত এই সচেতনতার কর্মসূচী NYP ত্রিপুরার যৌথ উদ্যোগে পালিত হয়। উল্লেখ্য, নন্দননগরের সরকার পাড়ায় ১লা নভেম্বর থেকে মেক্রম এর ব্যাগ তৈরির প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন এই মহিলারা। প্রশিক্ষণ শিবিরে পরিচালনা করবেন NYP ত্রিপুরা। তপশীলি জাতি সম্প্রদায় ভুক্ত মহিলাদের অর্থনৈতিক স্বয়ম্ভর করার এই কর্মসূচীতে মনিপুর থেকে আগত অশোক কুমার সিংহা, NYP ত্রিপুরার ভারপ্রাপ্ত দেবাশীষ মজুমদার এবং ডাঃ দেবদাস সিংহা, মনীষা দেববর্মা, প্রতিমা দেববর্মা, মৌসুমি ভট্টাচার্য, রতনা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*