নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর ।। আগরতলা প্রেস ক্লাবের ৫ সদস্যের এক প্রতিনিধিদল বুধবার সকালে সচিবালয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহার সাথে সাক্ষাৎ করে বিভিন্ন দাবী সম্বলিত এক স্মারকলিপি প্রদান করেন। সাক্ষাৎকারের সময় প্রেস ক্লাবের প্রতিনিধি দলটি তাঁদের ৭ দফা দাবী নিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর সাথে আলোচনা করেন। সাক্ষাৎকারের সময় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছাড়াও দপ্তরের অধিকর্তা এম কে নাথ এবং যুগ্ম অধিকর্তা দীনেশ দেবনাথ উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী, সহ-সভাপতি চিত্রা রায়, সম্পাদক আর কে কল্যানজিৎ সিংহ, সহ সম্পাদক প্রনব চক্রবর্তী ও কার্যকরী কমিটির সদস্য ধ্রুবরঞ্জন সেন। দাবীগুলির মধ্যে রয়েছে ওয়ার্কিং জার্নালিস্টদেষ পেনশন প্রদান, হাউজিং প্রকল্প, প্রেস স্টিকারের ব্যবহার, সরকারী লজ / সার্কিট হাউজ / ডাকবাংলোগুলিতে থাকার জন্য সাংবাদিকদের ছাড় দেওয়া, সাংবাদিকদের নিরাপত্তা, সরকারী সংবাদ মাধ্যমের পরিষেবার আধুনিকরণ। তথ্যমন্ত্রী প্রেস ক্লাবের দাবীগুলির সম্পর্কে সহমত পোষণ করেন এবং যথাসম্ভব এগুলি সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।