আগরতলা, ২৮ অক্টোবর ।। বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ননী গোপাল চক্রবর্তীর মৃত্যুতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি বলেছেন, শাস্ত্রীয় সঙ্গীতের জগতে ননী গোপাল চক্রবর্তী ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যু সঙ্গীত জগতের এক অপূরনীয় ক্ষতি। উল্লেখ্য, বিশিষ্ট এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শুক্রবার সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।