অজ্ঞাত পরিচয়ের শিশুকে পরিবারের কাছে পৌঁছেদিল খোয়াই মহকুমা আইনসেবা কমিটির সদস্যা

childগোপাল সিং, খোয়াই, ২৮ অক্টোবর ।। অজ্ঞাত পরিচয় নাবালক শিশু খোয়াই শহরে একাকী! প্রাথমিক সাহায্যে এগিয়ে এল খোয়াই থানার পুলিশ। ২৪ ঘন্টা পর বাকি কাজটা করল খোয়াই মহকুমা আইন সেবা কমিটির পি-এল-ভি’রা। ঘটনার বিবরনে জানা যায় গত ২৬শে অক্টোবর খোয়াই লাঠাবাড়ী নিজ শ্বশুড় বাড়ীতে বেড়াতে এসেছিল রানীর বাজার নোয়াগাঁও এলাকা নিবাসী সঞ্জিব সবর নামে এক ব্যাক্তি। তারপর কোন একসময় উনার ৭ বছরের ছেলে উত্তম সবর বাড়ী থেকে পালিয়ে আসে। ২৭শে অক্টোবর এই শিশুটি খোয়াই শহরে ঘুরাঘুরি করলেও খোয়াইবাসীর সুদৃষ্টি এই নাবালক শিশুটির দিকে পড়েনি। এদিনই রাত ১১টা নাগাদ শিশুটির দিকে নজর যায় খোয়াই থানার পুলিশের। উত্তম নামে ঐ শিশুটিকে বার কয়েক তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলেও কোন সদুত্তর না মেলায় তাকে খোয়াই থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তী সময় শুক্রবার খোয়াই থানার পুলিশ যোগাযোগ করে পিএলভি অপর্ণা ধরের সাথে। তিনিই উদ্যোগ নিয়ে শিশু সংক্রান্ত হেল্প লাইনে যোগাযোগ করেন এবং আগরতলা থেকে চাইল্ড লাইনের কর্মীরা ছুটে আসেন। এর মধ্যেই লাঠাবাড়ী এলাকায় খবর যায় যে খোয়াই থানায় একটি শিশু রয়েছে। তারপরই শিশুটির পরিবারের লোকজন খোয়াই থানায় আসে এবং উত্তম সবরকে সনাক্ত করে তার পরিবার। উপযুক্ত প্রমান পেয়ে খোয়াই মহকুমা আইন সেবা কমিটির পি-এল-ভি অপর্ণা ধরের সহযোগীতায় শিশুটিকে তার পরিবারের হাতে তোলে দেওয়া হয়। খোয়াই মহকুমা আইন সেবা কমিটির পি-এল-ভি অপর্ণা ধরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে খোয়াইবাসী। যেখানে ক্লাব, সংস্থাগুলি নামকাওয়াস্তে সাইনবোর্ড পর্যন্তই সীমাবদ্ধ হয়ে পড়েছে সেখানে খোয়াই মহকুমা আইন সেবা কমিটির সদস্যরা ক্রমাগত সমাজসেবামুলক কাজে শুধু এগিয়ে আসাই নয়, কার্য়ত সফল করে দেখাচ্ছে। এধরনের উদ্যোগী মনোভাবের ভূয়শী প্রশংসা করছেন খোয়াইয়ের শুভবুদ্ধি মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*