লাইন ধরে ব্যাঙ্ক থেকে টাকা ভাঙালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা

nm nm-jpg1 nm-jpg2জাতীয় ডেস্ক ।। ব্যাঙ্কের লাইনে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ৯৬ বছর বয়সি হীরাবেন মোদীকে। গাঁধীনগরে একটি ব্যাঙ্কে এসে ৫০০ টাকার নোট ভাঙালেন অশীতিপর এই বৃদ্ধা। হুইলচেয়ারে করে একটি ব্যাঙ্কে আসেন প্রধানমন্ত্রীর মা। লাইনেও দাঁড়ান আর পাঁচজনের মত। দু’জন মহিলার সাহায্যে হেঁটেই ভেতরে যান তিনি। নিজের হাতে কাগজপত্র স্বাক্ষর করে ৪,৫০০ টাকার বদলে ব্যাঙ্ককর্মীর কাছ থেকে খুচরো নেন হীরাবেন। দেখা যায়, তিনিও পেয়েছেন নতুন ২,০০০ টাকার নোট। প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজের অ্যাকাউন্ট থেকে ওই টাকা তোলা হয়েছে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*