৩০ ডিসেম্বর পর্যন্ত ৫০০-১০০০ নোটে লেনদেনের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

cmআগরতলা, ১৬  নভেম্বর ।। প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মুখ্যমন্ত্রী তাঁকে আবেদন করেছেন, নোট বাতিলের পদক্ষেপে কঠিন সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাদের কথা ভেবেই ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫০০-১০০০ টাকার নোটে লেনদেন চালানোর সম্মতি দিন।  মুখ্যমন্ত্রী চিঠিতে বড় অঙ্কের নোট বদলের প্রক্রিয়ায় সমবায় ব্যাঙ্কগুলিকে সামিল করার আবেদনও করেছেন নরেন্দ্র মোদীকে। ওই ব্যাঙ্কগুলি যেহেতু প্রত্যন্ত গ্রামে পরিষেবা দেয়, তাই ওদের কাজে লাগানো হলে ব্যাপকসংখ্যক মানুষের উপকার হবে, সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। নোটের আকাল মিটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ত্রিপুরা সরকারকে খরচ মেটাতে ৫০০-১০০০ টাকার নোট নেওয়ার অনুমতি দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। নোট বাতিলের সিদ্ধান্তে ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের জীবনে সঙ্কট নেমে এসেছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি চিঠিতে বলেছেন, অগুনতি মানুষ বিশেষ করে খেতমজুর, মত্স্যজীবী, দিনমজুর, পরিবহনকর্মী, ভেন্ডররা, ব্যাঙ্কিং ব্যবস্থার বাইরে পড়ে রয়েছেন। সবচেয়ে বেশি বিপর্যস্ত হচ্ছেন তাঁরাই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*