নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ।। কার্তিকেয় বা কার্তিক হিন্দু যুদ্ধদেবতা। শিব ও দুর্গার কনিষ্ঠ সন্তান। কার্তিক বৈদিক দেবতা নন। তিনি পৌরাণিক দেবতা। বাংলায় কার্তিক সংক্রান্তির সাংবাৎসরিক কার্তিক পূজোর আয়োজন করা হয়। পাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজোর প্রচলন ছিল। উত্তর ভারতে ইনি এক পাচীন দেবতা রুপে পরিগণিত হন। অন্যান্য হিন্দু দেব দেবীর মতো কার্তিকও একাধিক নামে অভিহিত হন। কার্তিকের বাহন ময়ূর। সৌন্দর্য ও শৌর্য – কার্তিকের এই দুই বৈশিষ্টই তাঁর বাহন ময়ূরের মধ্যে বিদ্যমান। কথিত আছে, কার্তিক হিন্দুদের উর্বরতার দেবতা। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিন ভারতে কার্তিকের পূজো অধিক জনপ্রিয়। রাজ্যেও যথাযথভাবে কার্তিক পূজো অনুষ্ঠিত হয়েছে।