জাতীয় ডেস্ক ৷৷ ভোররাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় উত্তরপ্রদেশের কানপুরে মারা গেলেন শতাধিক ব্যক্তি। জখম দ্বি-শতাধিক। ঘটনায় তদন্তের নির্দেশ রেলের। রবিবার ভোর সওয়া তিনটে নাগাদ ইনদওর থেকে পটনা যাওয়ার পথে কানপুরের কাছে মালসার ও পুখরায়ান স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় পটনা-ইনদওর এক্সপ্রেসের ১৪টি বগি। ঘটনায় মৃত্যুর সংখ্যা ১২০ ছুঁয়েছে। আহতের দুশোরও বেশি। তাঁদের মধ্যে প্রায় ৭৬ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এস-১, এস-২ ও এস-৩ এবং এল-৪ কামরার। এস-১, এস-২ কামরাগুলি একেবারে একে অপরের মধ্যে ঢুকে যায়। ফলে, হতাহতের সংখ্যা এই দুই কামরায় সবথেকে বেশি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। অল্পবিস্তর ক্ষতি হয়েছে এসি-৩ কামরারও। পাশাপাশি রেল মন্ত্রকও ক্ষতিপূরণের ঘোষণা করেছে। নিহতদের পরিবার পিছু সাড়ে তিন লক্ষ টাকা দেওয়া হবে। গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, উত্তর প্রদেশ সরকারের তরফে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ঘোষণা করেছে। গুরুতর আহতরা পাবেন ৫০ হাজার টাকা। আর আহতদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আবার ট্রেনটি যেহেতু মধ্যপ্রদেশ যাচ্ছিল তাই ক্ষতিপূরণ ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকারও। নিহতদের আত্মীয়দের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।
Patna-Indore exp derails nr Kanpur-Indian Railways issues Helpline No. Jhansi-05101072,Orai-051621072,Kanpur-05121072,Pokhrayan-05113-270239
কানপুর ট্রেন দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেলন রাষ্ট্রপতি। টুইটারে প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। প্রার্থনা করি আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন। কানপুরের রেলদুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সকালে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ট্রেন দুর্ঘটনায় আমি শোকস্তব্ধ। স্বজনহারাদের প্রতি আমরা সমব্যাথি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। কানপুরে রেল দুর্ঘটনা প্রসঙ্গে রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। গোটা ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তাঁর আশ্বাস, ঘটনায় গাফিলতি থাকলে কাউকে রেয়াত করা হবে না। অন্যদিকে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজিকে উদ্ধার কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের সম্পর্কে খোঁজখবর দিতে হেল্পলাইন চালু করেছে রেল। উদ্ধারকাজে সাহায্য নেওয়া হচ্ছে সেনাবাহিনীর। ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ কর্তারা। আহতদের চিকিৎসার কাজ শুরু করেন মেডিক্যাল টিমের সদস্যরা। শুরু হয় আটকে পড়া যাত্রীদের রেলের কামরা কেটে বের করার কাজ। এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রেলমন্ত্রক। পটনা-ইনদওর এক্সপ্রেসের চালক ও গার্ডকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন রেল আধিকারিকরা। সূত্রের খবর, চালক তদন্তকারীদের জানিয়েছেন, রেল লাইনে ফাটলের জন্যই ঘটেছে দুর্ঘটনা। চালকের দাবি, দুর্ঘটনার সময় ট্রেনের গতি ছিল ১০৩ কিলোমিটার।