গর্ভ ভাড়ার বাণিজ্যিকরণ রুখতে লোকসভায় পেশ হল দ্য সারোগেসি রেগুলেশন বিল

lookজাতীয় ডেস্ক ৷৷ লোকসভায় পেশ হল দ্য সারোগেসি রেগুলেশন বিল, ২০১৬। টাকা দিয়ে কারও গর্ভ ভাড়া করা যাবে না। নিকট আত্মীয়দের মধ্যেই করতে হবে সারোগেট মা-এর ব্যবস্থা। নিয়ম ভাঙলে কড়া শাস্তি। সারোগেসি বিলাসিতায় রাশ টানার দিকে আরও এক ধাপ এগোল কেন্দ্র। সোমবার সংসদের শীতকালীন অধিবেশনে বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।
কী বলা হয়েছে দ্য সারোগেসি রেগুলেশন বিল, ২০১৬-য়?
• টাকা দিয়ে অন্য কারও গর্ভ ভাড়া করা যাবে না। করতে হবে নিকট আত্মীয়দের মধ্যেই। সেখানে টাকার লেনদেন চলবে না। চিকিৎসার খরচ বহন করা যাবে মাত্র।
• অন্তত ৫ বছর বৈধ বিবাহিত জীবনযাপন করছেন এমন ভারতীয় দম্পতি নিঃসন্তান হলে সারোগেসির সাহায্য নিতে পারবেন। সে ক্ষেত্রে স্বামীর বয়স হতে হবে ২৬ থেকে ৫৫ বছরের মধ্যে, স্ত্রীর ২৫ থেকে ৫০।
• সন্তান পেতে ইচ্ছুক দম্পতি শারীরিকভাবে সন্তানধারণে সক্ষম নন, তার ডাক্তারি সংশাপত্র দিতে হবে।
• বিদেশি বা অনাবাসী ভারতীয়রা এ দেশে এসে সারোগেসির সুবিধা নিতে পারবেন না
• যাঁরা ইতিমধ্যেই দত্তক নিয়েছেন বা যাঁদের সন্তান আছে, তাঁরা সারোগেসির সুবিধা নিতে পারবেন না।
• এই সুবিধা নিতে পারবেন না যাঁরা অবিবাহিত, সিঙ্গল, লিভ ইন করেন বা সমকামী।
যাঁরা অন্যের সন্তান ধারণের জন্য গর্ভ ভাড়া দেবেন, তাঁদের জন্যও বেশ কিছু বিধি-নিষেধ রয়েছে বিলে। বলা হয়েছে,
• একজন মহিলা জীবনে একবারই সারোগেট মা হতে পারবেন।
• যিনি গর্ভ ভাড়া দেবেন, সেই মহিলাকে অবশ্যই বিবাহিত হতে হবে এবং আগে সুস্থ সন্তানের জন্ম দিতে হবে।
• বাণিজ্যিকভাবে সারোগেসি করা যাবে না।
সারোগেট ক্লিনিকগুলি যাতে কোনও অনিয়ম করতে না পারে বা সন্তান জন্মানোর পর সারোগেট মায়েরা যাতে অবহেলিত না হন, সেদিকেও নজর দিয়েছে কেন্দ্র। নিয়ম ভাঙলে বিলে রয়েছে কড়া শাস্তির বিধান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*