প্রধানমন্ত্রীর নোট বাতিলকে সমর্থন আমেরিকার

whআন্তর্জাতিক ডেস্ক ৷৷ নরেন্দ্র মোদীর নোট বাতিলের পদক্ষেপকে দুর্নীতি মোকাবিলায় ‘গুরুত্বপূর্ণ’, ‘প্রয়োজনীয়’ পদক্ষেপ বলে স্বাগত জানাল আমেরিকা। ভারতে বাজার থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ করে তুলে নেওয়া হয়েছে দুর্নীতি ও কর ফাঁকি দিয়ে অায় করা কালো টাকার মোকাবিলা করতেই, বলেছেন মার্কিন বিদেশমন্ত্রকের উপ মুখপাত্র মার্ক টোনার। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সমর্থন করে তিনি বলেছেন, বেআইনি, অবৈধ কারবার দমনে এটা জরুরি, দরকারি ছিল বলে মনে করি আমরা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতে বসবাসকারী ও কর্মসূত্রে যাওয়া মার্কিন নাগরিকরাও কীভাবে বাতিল নোট বদলে নতুন নোট জোগাড় করতে হবে, সে ব্যাপারে সঠিক তথ্য জানেন বলে আমার ধারণা। আমি নিশ্চিত, ভারতের অনেকের যেমন এতে সমস্যা হচ্ছে, মানিয়ে নিতে হচ্ছে, ওদেরও তেমন সয়ে নিতে হবে। কিন্তু দুর্নীতি রোধে এটা প্রয়োজনীয় বলেই আমি মনে করি। তিনি এও বলেন, মার্কিন নাগরিকদের ওপর এর কী প্রভাব পড়তে পারে, আমার মনে হয়, যেদিন সিদ্ধান্তটা ঘোষণা করা হয়, সেদিনই প্রশ্নটা উঠেছিল। অবশ্যই ভারতের অনেকে অসুবিধায় পড়েছেন, ও দেশে থাকা মার্কিন নাগরিকরাও একই পরিস্থিতিতে পড়েছেন। এবং আমরা ওই বদল সম্পর্কে মার্কিনিদের অবহিত করতে আমাদের দূতাবাস মারফত বিবৃতিও জারি করেছি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*