গোপাল সিং, খোয়াই, ০৭ ডিসেম্বর ৷৷ খোয়াইয়ের বিভিন্ন এলাকায় চোরদের সব থেকে বেশী বাণিজ্যের এলাকা হয়েছে। রাতের অন্ধকারেই নয় প্রকাশ্য দিবালোকে একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন একদম নীরব ভূমিকায় রয়েছে। সোমবার রাতেও সুভাষপার্ক এলাকায় নৃপেন চক্রবর্তী এভিন্যু এলাকায় নিতু ঘোষ নামে এক ব্যবসায়ীর দোকানে দু:সাহসিক চুরি হয়। দোকানের প্রায় সমগ্র জিনিষ খালি করে নিয়ে যায় চোরের দল। দোকানী নিতু ঘোষ উনার স্ত্রীর চিকিৎসা সংক্রান্ত কারনে আগরতলায় ছিলেন। নিতু ঘোষের স্ত্রীর টিউমার অপারেশন করার জন্যই তিনি আগরতলায় ছিলেন। সেই সুযোগে চোরের দল দোকানে প্রবেশ করে এবং সমস্ত জিনিষ নিয়ে চম্পট দেয়। দীর্ঘদিন যাবত রাতে এবং প্রকাশ্য দিবালোকে খোয়াই শহরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা চললেও পুলিশের নীরব ভূমিকায় ক্ষোভে ফুসছেন জনগন। জনগনের অভিযোগ দিনভর শুধুমাত্র বাইক, গাড়ী, লোহা ভাঙা, দেশী ও বিদেশী মদ, হেন্ডিং, জুয়া, কোরাক্স, টেবলেট কারবারীদের থেকে কিভাবে তোল্লা আদায় করা যায় তা নিয়েই ব্যস্ত থাকে পুলিশ। বাধ্য হয়ে অনেকেই নিজেদের ঘর-বাড়ী, দোকান-পাট নিজেরাই পাহাড়া দিয়ে সম্পদ রক্ষা করছেন। হয়তো আগামী দিনেও বৃহৎভাবে নিজেদের সম্পদ নিজেদেরই পাহাড়া দিয়ে রক্ষা করতে হতে পারে বলে ক্ষোভ প্রকাশ করলেন জনসাধারন।
