২০১৮ সাল থেকে সিবিএসইতে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসা বাধ্যতামূলক

cbseজাতীয় ডেস্ক ৷৷ ২০১৮ সাল থেকে সিবিএসইতে দশম শ্রেণির পড়ুয়াদের বোর্ড পরীক্ষায় বসা বাধ্যতামূলক হতে পারে। মঙ্গলবার বোর্ডের পরিচালন সমিতির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই মর্মে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এদিনের বৈঠকে, সদস্যরা সহমত পোষণ করে সিদ্ধান্ত নেন যে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বোর্ড পরীক্ষায় বসাটা বাধ্যতামূলক করা হবে। এবার এই সিদ্ধান্তকে কার্যকর করতে হলে, আগে তা সরকারকে পাশ করাতে হবে। বর্তমানে, সিবিএসই পড়ুয়াদের কাছে বিকল্প থাকে, যে তারা বোর্ড পরীক্ষায় বসবে না স্কুল পরীক্ষায় বসবে। অতীতে, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর বোর্ড পরীক্ষাকে বাধ্যতামূলক করার জন্য জোর সওয়াল করেছিলেন। সূত্রের খবর, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বর নির্ণয়ের ক্ষেত্রে ৮০ শতাংশ ওয়েটেজ বা গুরুত্ব দেওয়া হবে মূল পরীক্ষাকে, বাকি ২০ শতাংশ দেওয়া হবে স্কুলের পরীক্ষাকে। অন্য একটি সিদ্ধান্তে, কেন্দ্রীয় সরকারের সুপারিশ মেনে এবার থেকে নবম ও দশম শ্রেণিতেও তিনটি ভাষা শেখানোর সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি। এই ভাষাগুলি হল হিন্দি, ইংরেজি ও অন্য একটি আধুনিক ভারতীয় ভাষা। বর্তমানে এই তিন ভাষা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে পড়ানো হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*