চন্ডীগড় পুরসভার নির্বাচনে জয়জয়কার বিজেপি-অকালি জোটের

bjpজাতীয় ডেস্ক ৷৷ পঞ্জাবের চন্ডীগড় পুরসভার নির্বাচনে জয়জয়কার রাজ্যের শাসক বিজেপি-শিরোমণি অকালি দলের জোটের। পুরসভার ২৬ আসনের মধ্যে ২১ টিতেই জয়ী জোট। বিজেপি একাই পেয়েছে ২০ আসন। বিরোধী কংগ্রেস পেয়েছে মাত্র চারটি আসন। একটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। গত রবিবার পুরসভার নির্বাচন হয়। ১২২ জন প্রার্থী লড়াইতে ছিলেন। ভোটদানের হার ছিল ৫৯.৫৪ শতাংশ। এদিন ভোট গণনায় ফলাফলের প্রবণতা জানতে পারার পরই চন্ডীগড়ে বিজেপি অফিসের সামনে সমর্থকদের উত্সব শুরু হয়ে যায়। বিজেপি সভাপতি অমিত শাহ এই জয়ের জন্য দলের নেতা ও কর্মীদের অভিনন্দন জানান। তিনি দাবি করেছেন, এই ফলাফল নোট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন। তিনি বলেছেন, ৮ নভেম্বর নোট বাতিলের পর যে সব নির্বাচন হয়েছে তার প্রতিটিতেই এই প্রবণতা দেখা গিয়েছে। উল্লেখ্য, নোট বাতিলের পর গুজরাত ও মহারাষ্ট্রের পুর নির্বাচনেও বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছে। এর আগের নির্বাচনে চন্ডীগড় পুরসভায় বিজেপি-অকালি জোটের দখলে ছিল ১৫ আসন। কংগ্রেস পেয়েছিল ৯ আসন। বিএসপি ও নির্দলের দখলে ছিল একটি করে আসন। চন্ডীগড়ের জয় রাজ্য বিধানসভার নির্বাচনের আগে শাসক জোটের মনোবল বাড়াবে বলেই মনে করা হচ্ছে। ১০ বছর ক্ষমতায় থাকার পর প্রতিষ্ঠানবিরোধী হাওয়ায় এমনিতে ব্যাকফুটে রয়েছে বিজেপি-অকালি জোট। কিন্তু চন্ডীগড় পুরসভা ভোটের ফল তাদের বাড়তি অক্সিজেন যোগাল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*