গোপাল সিং, খোয়াই, ২৭ ডিসেম্বর ৷৷ সোমবার থেকে শুরু হয়েছে খোয়াই ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত এই মরশুমের অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতা। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে শুরু হওয়া অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে ভেনাস ক্লাব ও নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি মুখোমুখি হয়। কুয়াশাঘন সকালে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ৪০ ওভার থেকে ৩৭ ওভারে এসে দাঁড়ায় ম্যাচটি। টসে জিতে প্রথম ম্যাচের শতরানকারী পূর্ণচন্দ্র সিনহার অর্ধশতরান ও গৌরব দত্তের অর্ধশতরানের উপর ভর করে ২৬৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা দাঁড় করায় নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি। দলের পক্ষে পূর্ণচন্দ্র সিনহা ৩৩ বলে ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৬ রান, গৌরব দত্ত ৬৩ বলে ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬২ রান করে। এছাড়া প্রসেঞ্জিত রুদ্রপাল ৮টি চারের সাহায্যে ৩২ বলে ৩৯, ৪টি চার ও ১টি ছয়ের সাহায্যে আদেশ দেববর্মার ঝড়ো ২৪ বলে ৩১ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ৩৭ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৬৪ রান সংগ্রহ করে। এর মধ্যে ৫৮ রানই ছিল এক্সট্রা। ভেনাস ক্লাবের পক্ষে বল হাতে ৮ ওভার ২টি মেডেন সহ ৩৮ রানের বিনিময়ে ৩টি উইকেট পায় সম্রাট নম: দাস এবং সমসংখ্যক ওভারে ৪৪ রান খরচ করে ১টি উইকেট পায় তন্ময় দেবসরকার। এছাড়া আর কোন বোলারই সুবিধা করতে পারেনি নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটির ব্যাটসম্যানদের সামনে।
২৬৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বেশি সুবিধা করতে পারেনি ভেনাস ক্লাব। পুরো ওভার খেলে মাত্র ১৫৭ রানই তুলতে পারে ভেনাস ক্লাবের ব্যাটসম্যানরা। এর মধ্যে ৬৬ রানই ছিল এক্সট্রা। ১০৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় ভেনাস ক্লাব। বল হাতে সফল হবার পর ব্যাট হাতেও দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী সম্রাট নম: দাসই। ৪টি চার এর সাহায্যে সম্রাটের সংগ্রহ ২৮ রান। এছাড়া ৩টি চারের সাহায্যে ২৪ রান করে রাহুল দেবনাথ। এছাড়া দলের বাকি ব্যাটসম্যানরা তেমন কোন সুবিধাই করতে পারেনি। ৩৭ ওভার খেলে ১৫৭ রানেই গুটিয়ে যায় ভেনাস ক্লাব। নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট পায় প্রীতম দেব। অর্ধশতরানের পাশাপাশি ২টি উইকেটও তুলে নেয় গৌরব দত্ত এবং ১টি উইকেট পায় আদেশ দেববর্মা। অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচটিতে আম্পায়ারের দায়িত্ব পালন করে প্রসেঞ্জিত গোপ ও নিমাই শুক্লদাস।