দিল্লি বিমানবন্দরে মুখোমুখি চলে আসে দুটি বিমান, চালকদের তত্পরতায় এড়াল সংঘর্ষ

plnজাতীয় ডেস্ক ৷৷ মঙ্গলবার সকালে একের পর এক বিমান বিপত্তির সাক্ষী থাকল দেশবাসী। প্রথম ঘটনাটি ঘটে গোয়ার ডাবোলিম বিমানবন্দরে, পরেরটি দিল্লি বিমানবন্দরে। আজ সকালে আচমকাই দিল্লি বিমানবন্দরে মুখোমুখি চলে আসে স্পাইস জেট ও ইন্ডিগোর দুটি বিমান। কিন্তু চালকদের তত্পরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ায় দুটি বিমানই। সূত্রের খবর, অবতরণের পর ট্যাক্সি বে ধরে পার্কিং এরিয়ার দিকে যাচ্ছিল ইন্ডিগোর বিমান। সেসময় ওড়ার জন্য রানওয়ে ধরে এগোচ্ছিল স্পাইস জেটের বিমানটি। দুটি বিমান মুখোমুখি চলে এলেও, চালকদের তত্পরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অ্যাপ্রন এরিয়ার কর্মীদের। সূত্রের দাবি, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগে কোনও গলযোগ ছিল। তার জেরেই এই বিপত্তি। এদিকে আজ ভোর পাঁচটার সময় গোয়ার ডাবোলিম বিমানবন্দরে আচমকাই ওড়ার আগে রানওয়েতে পিছলে যায় জেট এয়ারওয়েজের একটি বিমান। ঘটনায় বিমানের সমস্ত যাত্রীরা সুরক্ষিত থাকলেও, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এর জেরে বেশ কয়েকজন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*