
যদিও এদিনকার অনুষ্ঠানে আয়োজকদের দেওয়া তথ্য মতে ৪ শতাধিক ছাত্রীর উপস্থিত হবার কথা। কিন্তু অধিকাংশ আসনই ছিল এদিন ফাঁকা। মূলত এই অনুষ্ঠানটি ২০১৬ সালে সম্পন্ন হবার কথা থাকলেও আয়োজকদের মতে বিভিন্ন সমস্যা এবং বার্ষিক পরীক্ষার কারনে তা পিছিয়ে যায়। উদ্বোধনী ভাষনে এমনটাই জানালেন আয়োজক কমিটির কনভেনার চন্দ্রলেখা দেববর্মা। তিনি জানান, বিগত শিক্ষাবর্ষে যেসকল শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেনীর বার্ষিক পরীক্ষায় ৫০ শতাংশ বা তারও বেশী নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিল সেই সকল ছাত্রীদের নিয়েই দু’দিনব্যাপী জেলা ভিত্তিক ‘কিশোরী উৎকর্ষ মঞ্চ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা শুধুমাত্র শিক্ষাগত দিক দিয়েই মেধাবী নয়, এর পাশাপাশি বিভিন্ন সহ পাঠ্যক্রমিত কার্যাবলী যেমন নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, খেলাধূলা, যোগা বা আত্মরক্ষার কৌশল অবলম্বনের দিক দিয়ে পারদার্শীতা অর্জন করে থাকে। বর্তমান সমাজ ব্যবস্থায় কোন অংশেই মেয়েরা বা ছাত্রীরা পিছিয়ে নেই। জেলার সমস্ত মেধাবী ছাত্রীদের দক্ষতা প্রদর্শন হবে এই দু’দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এর থেকে ২৫ জন যাবে রাজ্যস্তরের প্রতিযোগিতায়। যদিও গোটা অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে তা স্বীকার করে নিয়ে অনুষ্ঠান পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।
অপরদিকে বিধায়ক বিশ্বজিৎ দত্ত উনার আলোচনায় বলেন, এই অনুষ্ঠানের সূচনার মধ্য দিয়ে খোয়াই জেলায় একটা ইতিহাস রচনা হতে যাচ্ছে। সকলেই এর সাক্ষী রইল। তবে আগামী বছর আগে থেকেই যেন উদ্যোক্তা কমিটি পরিকল্পনা নিয়ে সময় মতো যেন অনুষ্ঠান করা যায় সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন। কারন জেলা ভিত্তিক ‘কিশোরী উৎকর্ষ মঞ্চ’ অনুষ্ঠানটি ২০১৬ শিক্ষাবর্ষের। উদ্যোক্তাদের মতে বিভিন্ন কারনে তা সময় মতো করানো যায়নি। তবে যাইহোক বিধায়ক বিশ্বজিৎ দত্ত এবিষয়ে আলোকপাত করেন এবং আগামী বছর সময়মতো অনুষ্ঠানটি সম্পন্ন করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি বলেন যদি সময়ের কাজ সময়ে না হয় তবে তা আঁধারে হাবুডুবু খাবে। তবে ইদানিংকালে সারা রাজ্যের সাথে খোয়াই জেলার কিশোরীদের সঙ্গীত, নৃত্য, যোগা, খেলাধূলা ইত্যাদি বিষয়ে পারদর্শিতার নিদর্শন দেখা যাচ্ছে বলেও উষ্মা প্রকাশ করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। তিনি আনন্দের সাথে জানান যে তেলিয়ামুড়ার কিশোরীরা এশিয়ার মহাদেশ থেকে শিরোপা ছিনিয়ে এনেছে। এটা খুবই গর্বের বিষয়। তাই তিনি করতালির মাধ্যমে কিশোরীদের উৎসাহ প্রদান করেন। হল ভরে উঠে করতালিতে। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও আলোচনা করেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য সহ অন্যান্যরা। খোয়াই জেলা ভিত্তিক ‘কিশোরী উৎকর্ষ মঞ্চ’ অনুষ্ঠানে এদিন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য, পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা, বিধায়িকা গৌরী দাস, গণকী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তথা কনভেনার চন্দ্রলেখা দেববর্মা প্রমুখ। এছাড়া খোয়াই জেলার বিভিন্ন স্কুলের ৯ম ও ১০ম শ্রেনীর ছাত্রীদের উপস্থিত থাকার কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে টাউন হলের অধিকাংশ আসনই ছিল ফাঁকা।