গোপাল সিং, খোয়াই, ০৯ জানুয়ারী ৷৷ খোয়াই তুলাশিখর স্থিত রাজনগর দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল উপজাতি ছাত্রীনিবাসের শুভ দ্বারোদঘাটন হল সোমবার। উপজাতি কল্যান দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় ২ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ১০০ শয্যা বিশিষ্ট এই উপজাতি ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন করলেন রাজ্যের উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রি অঘোর দেববর্মা। প্রত্যন্ত উপজাতি অঞ্চলের ছাত্রীদের কথা মাথায় রেখে তাদের উচ্চ শিক্ষার পথ সুগম করতেই রাজ্য সরকারের উপজাতি কল্যান দপ্তরের আর্থিক সহায়তায় গড়ে উঠা এই দ্বিতল উপজাতি ছাত্রীনিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, উপজাতি কল্যান দপ্তরের সচিব এল.এইচ.ডার্লং, খোয়াই জেলা শাসক অপূর্ব রায়, এমডিসি গুরুপদ দেববর্মা ও মধুমতি দেববর্মা সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই রাজনগর দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদ্যালয়ের নানান সমস্যা ও দাবি সম্বলিত শ্মারকলিপি তুলে দেওয়া হয় মন্ত্রি অঘোর দেববর্মার নিকট। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বদলবলে ছাত্রী নিবাসটি পরিদর্শন করে ছাত্রী নিবাসটির রক্ষনাবেক্ষনের বিষয়ে বিশেষ যত্ন নেওয়ার বিষয়ে বার্তা দিলেন মন্ত্রি অঘোর দেববর্মা।