অনুর্ধ-১৬ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয়ী শরৎচন্দ্র দ্বাদশ শ্রেনী বিদ্যালয়

গোপাল সিং, খোয়াই, ১৮ জানুয়ারী ৷৷ খোয়াই বিমানবন্দর মাঠে মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনুর্ধ-১৬ স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সোনাতলা দ্বাদশ শ্রেনী বিদ্যালয় ও শরৎচন্দ্র দ্বাদশ শ্রেনী বিদ্যালয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শরৎচন্দ্র দ্বাদশ। কিন্তু ধারাবাহিক উইকেট পতনের ফলে নির্ধারিত ৪০ ওভারের আগেই অল আউট হয়ে যায় শরৎচন্দ্র দ্বাদশের ব্যাটসম্যানরা। ৩৯ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২০৮ রান তোলে শরৎচন্দ্র দ্বাদশ। দলের পক্ষে শান্তনু পাল সর্বোচ্চ ৩২ রান করে। ৩২ বলে ৩২ রানের এই ইনিংসটিতে ৪টি চার ছিল। এছাড়া সুমন দত্ত ২০, সৌরভ দত্ত ১৯, চিরঞ্জিত দত্ত ১৭ এবং ১৪ রান করে দলের তিন ব্যাটসম্যান গৌরব দত্ত, অমিত দেব ও সৌরভ দে। শরৎচন্দ্র দ্বাদশ এর সর্বমোট রানের মধ্যে ৫৭ রানই আসে সোনাতলা দ্বাদশের দেওয়া অতিরিক্ত রান হিসাবে। এদিকে সোনাতলা দ্বাদশের পক্ষে সফল বোলার করণবীর দাস। ২৯ রান খরচ করে সে তুলে নেয় মুল্যবান ৪টি উইকেট। এছাড়া ৩টি উইকেট নেয় অভিজিৎ চন্দ্র শুক্লদাস এবং ১টি উইকেট যায় পাপন শুক্লদাস এর দখলে। ২০৯ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো গুড়িয়ে যায় সোনাতলা দ্বাদশের ইনিংস। মাত্র ৮৪ রানেই ৯ উইকেটের পতন ঘটে। জয়দ্বীপ শুক্ল দাস আহত হয়ে ব্যাটই করতে নামেনি। একমাত্র ইন্দ্রজিৎ নম: বিশ্বাস এর করা ১৩ রানই ছিল দলীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। এছাড়া রুবেল পাল ও দেবাশিষ চক্রবর্তীর ব্যাট থেকে আসে ১০ রান করে। বাদ বাকি ব্যাটসম্যানরা তেমন কোন সুবিধাই করতে পারেনি। শরৎচন্দ্র দ্বাদশ এর পক্ষে সফল বোলার রাহুল দাস। ২৭ রানে সে তুলে নেয় ৪টি উইকেট। এছাড়া ৩টি উইকেট যায় সুরজ দে’র দখলে। ১টি করে উইকেট পায় গৌরব দত্ত ও চিরঞ্জিত দত্ত। নিজেদের প্রথম ম্যাচে ১২৪ রানের বিশাল জয় পেল শরৎ চন্দ্র দ্বাদশ। আজকের ম্যাচে আম্পায়ার হিসাবে মাঠে ছিলেন শঙ্খদ্বীপ ভৌমিক ও বাপি বিশ্বাস।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*