আগরতলা, ২৩ মার্চ ৷৷ উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রেল সংযোগ সাধনের লক্ষে ভারত সরকার যে ট্রান্স-এশিয়ান নেটওয়ার্ক চালু করতে চলেছে এই রেল নেটওয়ার্কে ত্রিপুরাকেও যুক্ত করতে রাজ্যের পক্ষে জোড়ালো দাবী জানানো হয়েছে। এই রেল নেটওয়ার্ক চালু হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ত্রিপুরা ও বাংলাদেশও যুক্ত হবে। এতে ত্রিপুরার যোগাযোগ যেমন উন্নত হবে তেমনি বাণিজ্যের সম্প্রসারণও ঘটবে। পাশাপাশি ত্রিপুরা বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ সাধনের ক্ষেত্রে গেইটওয়ে হয়ে উঠবে। বৃহস্পতিবার মূখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় রেল রাজ্য মন্ত্রী রাজেন গৌহাই ও রাজ্য পরিবহন মন্ত্রী মানিক দে’র উপস্থিতিতে মহাকরণে ত্রিপুরায় রেলপথ সম্প্রসারণের অগ্রগতি, বিভিন্ন সমস্যার সমাধান, এবং ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে ত্রিপুরার অন্তর্ভুক্ত সহ রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার এইচ কে জাগি, এ কে যাদব (সি এ ও) এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা ছিলেন।