নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতি ইস্যু, কর্মচারী বঞ্চনা ও বেকার ইস্যুতে ১১ এপ্রিল শহরের ওরিয়েন্ট চৌমুহনীতে গণধর্নায় বসে বিজেপি যুব মোর্চা। চাকুরিচ্যুতি ইস্যুতে রাজ্যের মূখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে গণধর্নারত বিজেপি যুব মোর্চা কর্মী সমর্থকদের গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার দুপুরে প্রায় ২০০ জন বিজেপি যুব মোর্চা কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে নিয়ে যায় আরক্ষা প্রশাসন। জানা যায়, রাজ্যের মূখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত বিজেপি যুব মোর্চা তাদের গণধর্না চালিয়ে যাবে। কিন্তু তাদের শুধু ৩ দিনের অনুমতি ছিল যা বৃহস্পতিবার রাতেই শেষ হয়ে গেছে। তাই আরক্ষা প্রশাসন উপস্থিত সকল বিজেপি যুব মোর্চা কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে।