লন্ডনে জঙ্গি হানার আগেই তুরিনে বোমাতঙ্ক,পদপিষ্ট হয়ে আহত প্রায় দেড় হাজার

boomআন্তর্জাতিক ডেস্ক ৷৷ লন্ডনে জঙ্গি হানার ঠিক কয়েক মিনিট আগেই তুরিনে বোমাতঙ্ক। হুড়োহুড়ির ঘটনা। পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত প্রায় দেড় হাজার। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। কার্ডিফে মাদ্রিদ-জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল চলাকালীনই এ-ঘটনা ঘটে। জায়েন্ট স্ক্রিনে ম্যাচ দেখতে জমায়েত হয়েছিলেন বহু মানুষ। তখনই ছড়ায় বোমাতঙ্ক। তখনই আতসবাজি ফাটায়, তাকে বোমা বলে ভুল করেন অনেকেই। ফলে আতঙ্ক ছড়ায়। শুরু হয় ছুটোছুটি-হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে জখম অনেকেই। আর, তার মিনিট খানেকের মধ্যেই লন্ডনে ঘটে জঙ্গি হামলা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*