আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷৷ রাজ্যের বেসরকারী আই এল এস হাসপাতালে চুরির অভিযোগে আগরতলা এন সি সি থানায় মামলা করা হয়েছে। জানা গেছে অতি সম্প্রতি আই এল এস হাসপাতালের থার্ড ফ্লোরের একটি লকার থেকে ব্রিফকেস ভর্তি ১৫ লক্ষ ১০ হাজার টাকা চুরি হয়ে যায়। এই চাঞ্চল্যকর চুরির অভিযোগে এন সি সি থানায় ৪৮/১৭ অনুযায়ী ভারতীয় দন্ডবিধির ৩৮০ ঘারায় হাসপাতালের চিফ অপারেটিং অফিসার কিশোর আম্বুলী মামলা করেছেন। আই এল এস হাসপাতালে চাঞ্চল্যকর চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।