বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১৭ জুন ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত অলইছড়ার মধ্যেরটিলা গ্রামের ২২ পরিবারের সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম ভাই বোনদের সমাজচ্যুত হতে হল। সেই ২২ পরিবারের অভিযোগ, তারা সি পি আই (এম) ছেড়ে বিজেপি’তে যোগ দেওয়াতে গত শুক্রবার তাদের সমাজচ্যুত করা হয়। এই রমজান মাসে বাধ্য হয়ে তারা নামাজ পরার জন্য আলাদা করে মসজিদ স্থাপন করেন। জানা যায়, এই ২২ পরিবারের সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম ভাই বোনরা নিরাপত্তাহিনতায় দিন কাটাচ্ছেন। শান্তির বাজার মন্ডল বিজেপি’র লোকজন খবর পেয়ে তাদের সাথে দেখা করেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বলে জানান।