আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন ৷৷ রাজ্যের সোনার মেয়ে জিমন্যাস্ট দীপা কর্মকারকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। দীপা ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী পশ্চিম বাংলায় বেসবলের প্রচার করবেন। বেঙ্গল বেসবল অ্যাসোসিয়েশনের অ্যাম্বাসাডার হয়েছেন দীপা কর্মকার ও বিশ্বেশ্বর নন্দী। শনিবার বাংলার বেসবল সংস্থার বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসবল সংস্থার কর্তা জহর দাস বলেছেন, ‘দীপার সঙ্গে আমাদের কথা হয়েছে। বেসবলের প্রচারে ওর নাম, ছবি ব্যবহার করার অনুমতি দিয়েছে। কলকাতাতেও আসবে দীপা।’ জহর আরও বলেছেন, ২০১১ সালে তাঁরা সাফল্য পেয়েছিলেন। কিন্তু সেই সাফল্য ধরে রাখা যায়নি। তবে এবার নতুন করে সাফল্য পাওয়ার চেষ্টা শুরু করেছেন। সেই উদ্যোগে সামিল হচ্ছেন রাজ্যের মেয়ে অলিম্পিয়ান দীপা কর্মকার।